মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাস্তা পাকাকরণের দাবিতে চিলমারীতে মানববন্ধন

এছাড়াও বিভিন্ন স্থানে ছেলে দুটির জন্য অনুসন্ধান করছে পুলিশ।

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

কুড়িগ্রামের চিলমারীতে কাঁচা রাস্তা পাঁকা করণের দাবিতে স্থানীয়রা ফেস্টুন হাতে মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রিপাড়া (২নং ওয়ার্ড) এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফেস্টুন হাতে এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা দেলাবর রহমান, গোলাম মোস্তফা, লুৎফর রহমানসহ অনেকেই তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে রাস্তা বেহাল অবস্থায় থাকলেও কেউ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এখানে বাজেট আসলেও সামান্য কিছু কাজ করে বাকি টাকা খেয়ে ফেলে। এখন আমাদের দাবি দ্রæত সময়ে এই কাঁচা রাস্তা পাকা করতে হবে।

এদিকে স্থানীয়রা বলছেন, প্রায় ২০ বছর থেকে রাস্তার বেহাল দশা। এই এলাকায় ৫ থেকে ৬শ’ পরিবারের বসবার। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ১ থেকে দেড় হাজার লোক যাতায়াত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন