শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটিয়ার সাতগাছিয়ায় খোশরোজ শরীফ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

ঐতিহ্যবাহী পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফি শেখ সৈয়দ আবুল মক্বছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃজিঃআঃ)-এর ৬০তম খোশরোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাতে দরবার মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছদারক ও মুনাজাত পরিচালনা করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ। মাহফিলে তকরির পেশ করেন মাওলানা মুখতার রেজা মাসুমী, মাওলানা এনাম রেজা কাদেরী, মাওলানা আশেকুল বারী, হাফেজ আহমদ আল কাদেরী, মাওলানা ফারুক। এতে আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সুফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা ছাত্র যুব পরিষদের নেতৃবৃন্দসহ হাজার হাজার আশেক ভক্ত মুরিদান এতে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন