ঐতিহ্যবাহী পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফি শেখ সৈয়দ আবুল মক্বছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃজিঃআঃ)-এর ৬০তম খোশরোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাতে দরবার মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছদারক ও মুনাজাত পরিচালনা করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ। মাহফিলে তকরির পেশ করেন মাওলানা মুখতার রেজা মাসুমী, মাওলানা এনাম রেজা কাদেরী, মাওলানা আশেকুল বারী, হাফেজ আহমদ আল কাদেরী, মাওলানা ফারুক। এতে আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সুফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা ছাত্র যুব পরিষদের নেতৃবৃন্দসহ হাজার হাজার আশেক ভক্ত মুরিদান এতে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন