নরসিংদীতে আন্তঃজেলা চলাচলকারি বাস, মিনিবাসগুলো ভাড়া নিয়ে চালাচ্ছে নৈরাজ্য। যাত্রীদেরকে হয়রানির করে যাচ্ছে প্রতিদিন। ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকে ডিজেল চালিত গণপরিবহনের সাথে পাল্লা দিয়ে ভাড়া বেশী নিচ্ছে সিএনজি গ্যাস চালিত গণপরিবহনগুলো। গ্যাসে চালিত গাড়িগুলো ডিজেল চালিত গাড়ি সমপরিমাণ ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। এতে প্রায়ই বাস কন্টাকটারের সাথে যাত্রীদের হচ্ছে ঝগড়া। বাসের কন্টাকটার তেলের দাম বৃদ্ধির অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে। এ সময় একজন যাত্রী বাসের কন্টাকটারকে জিজ্ঞাসা করে যে, তোমার গাড়ি চলে গ্যাসে তেলের গাড়ি সমান ভাড়া নিচ্ছ কেন। বাস কন্টাকটার ঝগড়ার সুরে রাগান্বিত হয়ে বলে, তেল আর গ্যাসের মধ্যে কোনো পার্থক্য নেই সকল গাড়ির ভাড়া একই সমান। যাত্রীদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে তেল এবং গ্যাসে চালিত গাড়ি চিহ্নিতকরণ করা অতি জরুরি বলে মনে করেন শিবপুর উপজেলা নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল হান্নান মানিক। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে গাড়ির মালিক হযরত আলীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে জানি। কিন্তু এই টাকা আমরা পাই না ড্রাইভার স্টাফরাই খেয়ে ফেলে। বিশিষ্টজনদের মধ্যে এডভোকেট এম রাশেদ রানা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। একজন বেসরকারি চাকরিজীবী নারী সাহিদা বেগম বলেন তেল এবং গ্যাসে চালিত গাড়ি এমনভাবে চিহ্নিত করতে হবে ভাড়ার তালিকাসহ সাধারণ যাত্রীরা যেন সহজেই বুঝতে পারে কোনটা তেলের আর কোনটা গ্যাসের গাড়ি। অতি শীঘ্রই বাসের ভাড়ার নৈরাজ্যে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সকল জনসাধারণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন