শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জুরাছড়িতে হত্যার আসামি আটক

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর বিশেষ অভিযানে সমঅধিকারের পূর্বাঞ্চলের নেতা কিনা মোহন চাকমা হত্যা মামলার ওয়ারেন্ডট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার কোর্টে প্রেরণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বনযোগীছড়া ইউনিয়নের হাজ্যামাছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তেজেন্দ্র নাথ চাকমার জেষ্ঠ্য ছেলে বুদ্ধমনি চাকমাকে গত শুক্রবার আটক করা হয়। অভিযানে জুরাছড়ি জোনের ২ বীরের সেনা বাহিনীর মেজর মো. এহতে শামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ লিটার বাংলা মদ, দুইটি মোবাইল সেট, ১টি চাঁদা আদায়ের রসিদ বই পাওয়া যায়। সেনা সূত্র জানা যায়, জনসংহতি সমিতির (মুল) দলের সন্ত্রাসী ও কিনা মোহন চাকমার অপহরণ ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি বুদ্ধমনি চাকমা ঘরে অবস্থানের গোপন সংবাদের তথ্য পেয়ে সেনা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। জোন উপঅধিনায়ক মেজর মো. এহতে শামুল হক বলেন, বুদ্ধমুনি চাকমা স্থানীয় সম অধিকারের নেতা কিনা মোহন চাকমার অপহৃরণ ও হত্যা মামলার ওয়ারেন্ডট ভুক্ত আসামি এবং জনসংহতি সমিতির (মুল) দলের সক্রীয় সন্ত্রাসী। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনা বাহিনীর এ ধরনের অভিযান অবহ্যত থাকবে। জুরাছড়ি থানা ওসি মো. শফিউল আজম বলেন, সেনা বাহিনীর বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেনন্ট রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার কোর্টে প্রেরণ করা হয়।
উল্লেখ্য ২০০৬ সালে ডিসেম্বর মাসে সম অধিকারের পূর্বাঞ্চলের নেতা কিনা মোহন চাকমাকে অহৃরণ এর পর হত্যা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন