শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব সামনে সাবেক জেলা যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শেখ জামাল রিপনের নেতৃত্ব মানববন্ধন করেছে যুবলীগের নেতাকর্মীরা। নিহত আলাউদ্দিন সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং রশিদপুর গ্রামের সাদেক উল্যা পাটোয়ারীর ছেলে।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক ছাত্রলীগ নেতা শেখ কামাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জন্টু দেবনাথ, সাবেক সহসভাপতি জালাল উদ্দীন রুমি পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারী, অ্যাডভোকেট নিগার হায়দার, অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রঙ্গত, গত শুক্রবার রাতের সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার দীঘিরপাড় কালবাটের গোড়ায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত শনিবার রাতে নিহতের ছেলে আকাশ বাদী হয়ে পিচ্চি নিশান নামে একজনকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন