শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বরুড়ায় হিফযুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বরুড়া উপজেলা ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার উদ্যোগে কুরআনের হাফেজদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত শনিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. গোলাম মোস্তফা। সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. জালাল উদ্দীন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মো. জামাল হোসেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, মাওলানা মো. জসিম উদ্দিন, প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ। সকাল ৮ টার সময় কাঁঠালিয়ার পীর সাহেব মাওলানা শামসুদ্দোহা বারী মোনাজাতের মাধ্যমে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু করা হয়। প্রতিযোগিতায় ৩শ’ হাফেজ রেজিস্ট্রেশন করেন। ১৩০ জন ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করে ১৮ জনকে নগদ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আল হুদা একাডেমি থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন