শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একশ’ টাকার জন্য বিবাদে ব্যবসায়ীর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. সাইফুল ইসলাম জয় (৪৯) নামের এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে চা দোকানী মাসুদ আলীর বিরুদ্ধে। গত শনিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই মহল্লার মৃত-আব্দুল জলিলের ছেলে এবং অভিযুক্ত মাসুদ একই মহল্লার মৃত কোবাদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, পুরানপাড়া মহল্লার জহির শাহ’র মোড়ের চা দোকানি মাসুদের দোকানে সিগারেটের ১০০ টাকা বকেয়া ছিলো। সেই টাকা চাওয়ার পর ক্রেতা সাইফুলের সাথে চা দোকানী মাসুদের বিবাদ শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাসে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তার ডান হাত কেটে রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানান, সাইফুলের স্বাস কষ্ট ও হার্টের রোগ ছিলো। নিহত সাইফুলের ছেলে আশিকের অভিযোগ তার পিতাকে পাওনা টাকা নিয়ে দ্বন্দের এক পর্যায়ে দোকানী মাসুদ হত্যা করেছে। কাঁচ দিয়ে ডান হাতে আঘাত করলে ঘটনাস্থলেই রক্তক্ষরণে তার পিতার মৃত্যু হয়। এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন