বিদেশে উচ্চ বেতন, থাকা খাওয়া ফ্রীসহ রেস্টুরেন্টে চাকরী দেয়ার কথা বলে রোমানিয়ায় পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মো. মিজানুর রহমান খোকনকে আটক করেছে র্যাব।
সোমবার রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার ইনকিলাবকে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-৩ এর অধিনায়ক জানান, আসামী বিদেশে উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ রেস্টুরেন্টে চাকরী দেয়ার লোভনীয় কথাবার্তা বলে রোমানিয়ায় পাঠানোর নামে প্রতারণামূলকভাবে ভিকটিমের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, আসামী রোমানীয়া রাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণামূলকভাবে ভিকটিমের কাছ থেকে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন