একটি পিস্তল ও তিন রাউন্ডগুলিসহ মোটরসাইকেল চালক আটক হয়েছেন। তিনি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের শওকত আলীর ছেলে কামাল হোসেন। প্রায় ত্রিশ বছর বয়সী এই যুবক গত রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সদরের আলিপুর ঢালিপাড়ায় বিজিবির হাতে আটক হয়।
গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, গাজীপুর বিওপির নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল আলিপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৬০ হাজার ৬০০ টাকা মূল্যের ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি মোটরসাইকেলসহ কামাল হোসেনকে আটক করে। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন