কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান মরা গরুর গোশত পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। গত রোববার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাশেম আলী গাজীর পুত্র ইমান আলী গাজী (৩৫)কে মরা গরুর গোশত পরিবহনের সময় বিদ্যানন্দকাঠি ইউনিয়নের জামালগঞ্জ বাজারের কাছ থেকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কেশবপুর থানা পুলিশ ও ভ্রাম্যমান আদলতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন