শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে ১০ দফা দাবি আদায়ে শ্রমিক সমাবেশ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম

বাংলাদেশ ট্যাংক-লরী শ্রমিক ফেডারেশন কর্তৃক পূর্ব ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে ট্যাংক-লরী কার্যালয় চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যাংক-লরী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাহান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংক-লরী ফেডারেশনের স্টান্ডিং কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ ট্যাংক-লরী শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়ন কুমিল্লার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বার্মা ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী¡ রজব আলী সরকার, রশীদ ফিলিং স্টেশনের আব্দুর রশীদ, রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের অর্থসম্পাদক আতাউর রহমান, সচিব আব্দুল মতিন সিদ্দীকি ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ। শ্রমিক সমাবেশ শেষে শ্রমিকরা এলাকায় বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। ১০ দফা দাবিগুলো হলো ট্যাংক-লরী শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান, ট্যাংক-লরী শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি কাঠামো নির্ধারনের মজুরি বোর্ড গঠন, ট্যাংক-লরী শ্রমিকদের জন্য পূর্ববর্তী সিদ্ধান্ত (৫ লাখ টাকা) দুর্ঘটনা বীমা, কেন্দ্রীয় ট্যাংক-লরী টার্মিনালসহ সারাদেশে ট্যাংক-লরী নির্মাণ করতে হবে। ট্যাংক-লরী চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, সড়কে যত্র-তত্র ট্যাংক-লরী থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ, ট্যাংক-লরী শ্রমিকদের জন্য শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে পৃথকভাবে সাহায্য প্রদান, ট্যাংক-লরী শিল্পে অপরাপর সেক্টরের শ্রমিকদের অনুপ্রবেশ ঘটনা মালিকদের অপচেষ্টা বন্ধ, ট্রাক-ট্যাংক-লরী ও কালভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামীয় সংগঠন থেকে ‘ট্যাংক-লরী’ শব্দটি পরিহার করতে হবে এবং শ্রম আইন-২০০৬ এর ১৭৯ (৫) ধারা সংশোধন করে শুধুমাত্র ‘দাহ্য পদার্থবাহী ট্যাংক-লরীর ক্ষেত্রে’ একই প্রতিষ্ঠানে একটির বেশি ইউনিয়ন গঠন করা যাবে না মর্মে সংশোধন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন