শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

চুরি করে নিরাপদ স্থান হিসেবে অটোরিক্সা বিভিন্ন গ্যারেজে রাখতো তারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:২৩ পিএম

অটোরিক্সা চুরি করে বিভিন্ন গ্যারেজে নিরাপদ স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করতো একটি চোর চক্র।


রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৩ টি চোরাই অটোরিক্সা উদ্ধার এবং এই চোরচক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।


চোর চক্রের মূলহোতা সোহেল গাজী (৩০), এবং তার দুই সহকারী- মাহাবুব তালুকদার (২৬) ও মো. শামীম (৩০)।


বৃহস্পতিবার এই তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গ্যারেজকে নিরাপদ স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। আসামীদের এমন কার্যকলাপের ফলে গরীব ও নিরীহ ব্যাটারী চালিত রিক্সার চালক ও মালিকগণ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।


গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন