পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গত মঙ্গলবার বহুবিবাহ রোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লাইট হাউসের উদ্যোগে ইমপ্রুফড জাস্টিস এন্ড লিগ্যাল এইড সার্ভিসেসের এজলাস প্রকল্পের সহযোগিতায় ‘ইউনিয়ন সালিশী পরিষদ সক্রিয় হলেই বহুবিবাহ বন্ধ সম্ভব’ শীর্ষক বির্তক প্রতিযোগিতা উচাই জেরকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর শামিমা, নাজমুল, সাফায়েত, নাভেত, তাসরিনা ও মিলন ৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। চ্যাম্পিয়ন, রানার্সআপ শ্রেষ্ঠ দলনেতাকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সভাপতিত্ব করেন। বিচারকম-লী হিসেবে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক গোজেন্দ্র নাথ সরকার, শরিফর উদ্দিন, ফারজুয়ারা ও লাইট হাউস পাঁচবিবি উপজেলা কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন