পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে ফারিয়া পারভীন (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফারিয়া পারভীন দেয়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী শেখ রবিউল ইসলামের মেয়ে। সে দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
ফারিয়ার বাবা রবিউল ইসলাম বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারিয়া নিজে নিজে পান-সুপারি খাওয়ার চেষ্টা করে। এসময় পান সুপারি শ্বাসনালীতে আটকে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। পরে ফারিয়ার মা বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানায় নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন