দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল শনিবার সকাল ৯টায় লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসে করে খাঁচাবন্দী একটি উল্লুক নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন ১. মো. মাজহারুল (৩২), পিতা- আবদুল মজিদ, মাতা-মৃত মাজেদা, গ্রামঃ পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২. মমিন, পিতা-আবদুল জলিল, মাতা-পেয়ারা বেগম, সাং ফতেয়াবাদ, দেবিদ্বার, কুমিল্লা। আটককৃত ব্যক্তিরা স্বীকার করেন, তারা বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির এই উল্লুকটি নিয়ে যাচ্ছিলেন। বণ্যপ্রাণী আইন অনুযায়ী এভাবে বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিগণ ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান, অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, এসআই মো. সাজিব হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন