মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে আলোমতি খাতুনের বাড়িতে অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে আগুনেরর সুত্রপাত হয় । মুহুর্তে আগুনের লেলিহান শিখা আলোমতির বসত ঘরের সবকিছু ভস্মিভুত করে। আলোমতি খাতুন বড়রিয়া গ্রামের মৃত দিন মোহাম্মদ ফকিরের মেয়ে।
বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকরে কিন্তু তার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।
ক্ষতিগ্রস্ত আলোমতি খাতুন বলেন, আগুনে মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন