নেত্রকোনা জেলা সংবাদদাতা : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা জোরপূর্বক পাওয়ার টিলার দিয়ে ৫৮ শতাংশ জমির রোপণকৃত ধানের চারা বিনষ্ট করে ফেলেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের দশধার পালপাড়া এলাকায়। দশধার পালপাড়া গ্রামের মৃত আমুদ তালুকদারের পুত্র আজিজুর রহমান তালুকদার সাথে তারই চাচাতো ভাই মৃত হাবিবুর রহমান তালুকদারের পুত্র কামাল গংদের জমির ভাগ-বাটোয়ারা ও দখল নিয়ে বিরোধ দেখা দেয়। কয়েক দিন আগে আজিজুর রহমান তালুকদার পৈতৃক সূত্রে প্রাপ্ত ২২ দাগের ৩২ শতাংশ এবং দুখাই খা’র কাছ থেকে ক্রয়সূত্রে ১২৯ দাগের ২৬ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপণ করলে প্রতিপক্ষ কামাল গংরা গত সোমবার দুপুরে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ জমিতে পাওয়ার টিলার চালিয়ে ৫৮ শতাংশ জমির রোপণকৃত ধানের চারা বিনষ্ট করে ফেলে। এ সময় আজিজুর রহমান ধানের রোপণকৃত চারা নষ্ট না করার জন্য বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মারপিট করে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আজিজুর রহমান তালুকদার বাদী হয়ে কামাল মিয়া, হারুণ অর রশিদ, আলম, শাহীন, তনু, অনু, টিটু, শাহ্জাহানকে আসামী করে বারহাট্টা থানায় একটি লিখিত অবিযোগ দায়ের করে। বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন