লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্রী ফারহানা রহমান (সায়েমা)-কে অপহরণের ৩০ দিন পরেও উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গত ১৭ জানুয়ারী সকাল ১০টায় বাসা থেকে কলেজে যাওয়ার পথে সে অপহৃত হয়। ১৯ জানুয়ারী অপহৃত মা নাজমুন নাহার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আটজনের মানে রামগঞ্জ থানায় অপহরণ মামলা করে। অপহরণের ৩০ দিন পরেও উদ্ধার কিংবা কোন আসামী গ্রেফতার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। জানা যায়, মধ্যআঙ্গার পাড়া গ্রামের প্রবাসী লেদুমিয়ার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্রী ফারহানা রহমান (সায়েমা)-কে কলেজে আসা-যাওয়ার পথে শিরন্দি গ্রামের রিয়াদ হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। সায়েমা তার মাকে বিষয়টি অবহিত করলে নাজমুন নাহার গণ্যমান্যদের জানালে তারা এ বিষয়ে আইনের আশ্রয় নিতে নিষেধ করে এবং স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। গত ১৭ জানুয়ারী সকালে বাসা থেকে কলেজে যাওয়ার পথে রিয়াদ হোসেনও তার সঙ্গীয় লোকজন সায়েমাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মেয়েকে ফেরত পাওয়ার আশায় দ্বারে দ্বারে ধরর্না দিয়ে মেয়েকে না পেয়ে ঘটনার দুইদিন পর থানায় মামলা করলেও অধ্যাবদি মেয়েকে ফেরত পায়ানি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন