রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এলাকার গতকাল সকালে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ন বালা বসতবাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পানু দাস ও তার ছেলেরা বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। মারাত্মক আহত নারায়ন বালা, মায়া বালা, মানিক বালা, রনোজিত দাস, পাপ্রি দাস, পানু দাস, তপন দাস, স্বপন দাস, রতন দাস, বাসুদেব দাসকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারায়ন বালা বলেন, আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমার ও আমার স্ত্রীসহ আমার পরিবারের উপর হামলা করে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে পানু দাসের ছেলে তপন দাস বলেন, আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদের উপরে প্রথম হামলা করে। এতে আমরা বাবা সহ ৪ ভাই আহত হয়েছি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন