শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সিলেটে ২৭৬৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের ২৭৬৩টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ পাস ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন বিকেল ৪টায় শেষ হয়। জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে সিলেট জেলা ও মহানগরের ৫ লাখ ৬ হাজার ৯৭৭ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, সিলেট জেলার ১২ উপজেলায় অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ২৪১৬টি, স্থায়ী টিকাকেন্দ্র ১২টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৯৯টি, ও ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র রয়েছে ৩৬টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ৩ জন করে ৬ হাজার ৮৬০ জন সেচ্ছাসেবী কাজ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন