টাঙ্গাইলের সখিপুরে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শাহীন (২২) নামে চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে সখিপুর উপজেলার সখিপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. শাহীনের বাড়ি সখিপুর পৌর এলাকার ৮ নম্বর এলাকায়। এ ঘটনায় আহত ছানোয়ারের বাড়িও ওই এলাকায়।স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে সখিপুরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক শাহীনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ছানোয়ার। ছানোয়ারকে প্রথমে সখিপুর হাসপাতালে পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন