শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

হামলা করে বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ৬:৩৩ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নেতাকর্মীদের উপর হামলা করে করে বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না বরং প্রতিটি হামলার জবাব জনগণ দিবে। তিনি বলেন সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই বিএনপির বিশাল সমাবেশ দেখে তারা উন্মাদ হয়ে গেছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিক্ষোভ শেষে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্শীদের উপর পথে পথে সশস্ত্র আক্রমণ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাংচুর এবং সাবেক ছাত্রদল নেতা আশিককে তুলে নেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। নয়াপল্টন থেকে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

লে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, মো: জিন্নাহ, আলমগীর কবির সেলিম, মো: আতাউর রহমান, রবিউল ইসলাম নয়ন, মশিউরর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: জাহিদ হোসেন, সাবকে ছাত্র নেতা আবুল হাসান, আমিনুর রহমান আমিন, ছাত্রদল

নেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ, সোহলে রানাসহ কয়েক শতাধিক নেতা-কর্মী।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। বিএনপির সমাবেশ মহাসমাবেশে পরিণত হতে দেখে হাছান মাহমুদ সাহেবরা উল্টাপাল্টা বকছেন। তিনি অবিলম্বে তুলে নেওয়া ছাত্রদল নেতার সন্ধান ও মুক্তি দাবি করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন