কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় আগামী ১৭ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব-২০২২।
আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর সোম, মঙ্গল ও বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২২ -এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে।
এ উপলক্ষে ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভেতরে ও আশপাশের অঞ্চলজুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে সারারাত গানের আয়োজন। লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন