শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ভারতে অর্থ উত্তোলনে সীমা আরোপে ক্ষুব্ধ কয়েকটি দেশ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ভারত সরকার ব্যাংক থেকে অর্থ উত্তোলনে যে সীমা আরোপ করেছে, কয়েকটি দেশ তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতে দূতাবাসের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় অর্থ উত্তোলনে সমস্যার জেরে কয়েকটি দেশ ভারতীয় ক‚টনীতিকদের ওপর একই রকম বিধিনিষেধ আরোপের হুমকি দেয়। এ পরিস্থিতিতে বিদেশি ক‚টনীতিকদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। খবর আউটলুক ইন্ডিয়া। ভারতে বিদেশি দূতাবাসগুলো ব্যাংক থেকে অর্থ উত্তোলনে সমস্যার সম্মুখীন হচ্ছে। ক‚টনৈতিক সম্প্রদায়ের কষ্ট লাঘবের পথ খুঁজতে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর নয়াদিল্লিতে ক‚টনৈতিক কোরের ডিন ফ্রাঙ্ক কাস্তেলানোসের সঙ্গে বৈঠক করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার কাদাকিন ২ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলনে ভারত সরকার আরোপিত সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন। রুশ রাষ্ট্রদূত চিঠিতে লিখেছেন, প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৫০ হাজার রুপি উত্তোলনের যে সীমা আরোপ করা হয়েছে, তা একটি নৈশভোজের ব্যয় মেটানোর জন্যও যথেষ্ট নয়। একটি দূতাবাসের ব্যয় নির্বাহের জন্য এ অর্থ নিতান্তই অপ্রতুল। রুশ রাষ্ট্রদূত প্রশ্ন রাখেন, নয়াদিল্লিতে এত বড় একটি দূতাবাস অর্থ ছাড়া কীভাবে চলতে পারে? এনডিটিভির খবরে বলা হয়, রুশ সরকারের কয়েকটি সূত্র দূতাবাসের ওপর এমন বিধিনিষেধকে আন্তর্জাতিক সনদের পরিপন্থী বলে অভিহিত করেছে। এর আগে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাস অর্থ উত্তোলনের সীমারোপের বিরুদ্ধে অনানুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ক‚টনৈতিক কোরের ডিন ফ্রাঙ্ক কাস্তেলানোস সতর্ক করেছেন, বাজার থেকে বড় নোট প্রত্যাহারের সিদ্ধান্তটি যেভাবে প্রয়োগ হচ্ছে, কয়েকটি দেশ তাতে ক্ষুব্ধ হয়েছে। এসব দেশ ভারতীয় ক‚টনীতিকদের ওপরও একই রকম অর্থ উত্তোলনসীমা আরোপের কথাও ভাবছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন