শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনকয় ২ জন নিহত

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৫:৩৩ পিএম

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, আজ রবিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৬ টায সিলেট-ঢাকা মহাসড়কের কলারাইবাজারের নিকটে।

নিহতরা হচ্ছেন, ব্রাম্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের পুত্র সৈয়দ লুৎফুর রহমান মাহি (৩৫), গাড়ির চালক সবরেট জেলার জালালাবাদ থানার অনন্তপুর গ্রামের মোঃ আবু ছালেহের পুত্র মারজান আহমদ (৩০)।


শেরপুর হাইওয়ে থানা সুত্রে জানা যায়, রবিবকর ভোর সাড়ে ৬টার দিকে সিলেটগামী নোহা গাড়ি (ঢাকা-মেট্রো-ছ-১৪-০৭৮৮) সিরেট যাওয়ার পথে কলারাই বাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালক ও ব্যাংকার যাত্রী মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ঘটনায় কবলিত নোহা গাড়ি শেরপুর হাইওয়ে থানায় জব্দ রয়েছে।
ঘটনার সত্যতা ম্বীকার করে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, ভোরে সিলেটগামী নোহা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনায় ২ জন মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন