শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাল সার্টিফিকেট-ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করত সাইফুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ২:১১ পিএম

জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারের নাম- মো. সাইফুল ইসলাম (৪৩)।


রোববার রাজধানীর সবুজবাগ থানা এলাকায় বাসাবো খাজানা কম্পিউটার এন্ড স্টুডিও নামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


তিনি জানান, গ্রেপ্তারের কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কীবোর্ড, ১ টি মাউস এবং ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামী তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে প্রতারনার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ জনগনের সরলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে তাদেরকে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে সরবরাহ করত।


এসব প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন