মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা শার্লিনা হুসাইন-মরগ্যানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
আলোচনাকালে রাবি ভিসি আমেরিকান বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে ফুলব্রাইট বৃত্তি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলোশিপ অপরচুনিটি ও সুশি কর্মসূচির আওতায় রাবি শিক্ষক ও গবেষকদের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এসময় শার্লিনা জানান, অচিরেই একজন আমেরিকান প্রশিক্ষক রাবিতে ১০ মাসব্যাপী ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিতে আসবেন। এছাড়া ভিসির আগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এসময় রাবি প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ইংরেজি বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন