বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্রধানমন্ত্রীর সাথে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর মতবিনিময়: দাবী পূরণের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৮:৩৮ পিএম

নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি ও পাঠ্যপুস্তকে উল্লেখিত কুরআন-সুন্নাহ বিরোধী ও আপত্তিকর বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। আজ ১২ জানুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিনিধিদল নিয়ে প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে তিনি মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা, পাঠ্যপুস্তক সংশোধনসহ বিবিধ দাবি উপস্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মনযোগ সহকারে বক্তব্য শুনেছেন, পাঠ্যপুস্তকের অসঙ্গতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেছেন। সাথে সাথে তিনি মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার প্রতি গুরুত্বও প্রদান করেছেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম আবূ বকর সিদ্দীক, ফরিদগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোহাম্মদ সাইফুল ইসলাম ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:৪০ এএম says : 0
ইসলাম ও মুসলমানদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচারের প্রতিফলন হউক প্রতিটি পাঠ্যপুস্তকে। সংখ্যাগরিষ্ঠ দেশ প্রেমিক মানুষ এটাই কামনা করে। এর ব্যতিক্রম হলে ফলাফল হবে অত্যন্ত ভয়ংকর।
Total Reply(0)
মোহাম্মদ সাইফুল ইসলাম ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:৪০ এএম says : 0
ইসলাম ও মুসলমানদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচারের প্রতিফলন হউক প্রতিটি পাঠ্যপুস্তকে। সংখ্যাগরিষ্ঠ দেশ প্রেমিক মানুষ এটাই কামনা করে। এর ব্যতিক্রম হলে ফলাফল হবে অত্যন্ত ভয়ংকর।
Total Reply(0)
Md Shah Alom Md Shah Alom Sumon ১৪ জানুয়ারি, ২০২৩, ১০:০৩ পিএম says : 0
আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী সাহেব যেভাবে এই বিষয় নিয়ে সোচ্চার সেভাবে যদি সবাই থাকত!
Total Reply(0)
মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:৫৮ পিএম says : 0
হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী কে আল্লাহ তায়ালা যেন দীর্ঘজীবী করেন,তিনির দ্বারা যেন দ্বীনের হেফাজত হয় এই মোনাজাত করি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন