রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অবশেষে অপপ্রচারকারীদের বিরুদ্ধে শাকিব খানের জিডি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৯:৫৫ এএম

অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ১৩টি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে জিডি করেছেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। রাজধানীর গুলশান থানায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি নম্বর ১৩২৭। শুক্রবার (২১ অক্টোবর) সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলি।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান সাধারণ ডায়েরি করেন। নম্বর ১৩২৭। সেখানে ১৩টি ইউটিউব ও ফেসবুক লিঙ্ক দেওয়া হয়েছে, যেখান থেকে তাকে হেয় করা হচ্ছে। এই লিঙ্কগুলো ডিএমপির সাইবার অপরাধ বিভাগে পাঠানো হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শাকিব খান লিখিত সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ‘পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে তার কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যা তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।’

আরো উল্লেখ করা হয়এছে, ‘ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢালিউডের নায়িকা বুবলিকে গোপনে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আসে। এরপর থেকেই শাকিব খান ও তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে বিভিন্ন তথ্য প্রচার শুরু হয়। এই সকল তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শাকিব। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সম্প্রতিই শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন