বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা মহল্লার বাবুল দাসের বাড়ির টয়লেটের কুপ খনন করতে গিয়ে মাটির ২০ ফিট গভীরে বালু ধসে গলা পর্যন্ত আবু হাসান (৩৫) নামে এক শ্রমিক আটকা পড়েন। গত শনিবার সন্ধ্যায় শ্রমিক আটকে যাওয়ার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুপ খননের এক পর্যায়ে বালু ধসে নির্মাণ শ্রমিক আবু হাসানের গলা পর্যন্ত আটকে গেলে তার সহকর্মি ও এলাকাবাসি পুলিশ ও বদরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হলে পরে রংপুর ফায়ার সার্ভিস ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর রাত ১টার দিকে শ্রমিক আবু হাসানকে জীবিত উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শ্রমিক আবু হাসান পৌর শহরের সাহাপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে।
বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বেগ জানান, রংপুর, বদরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দল অনেক চেষ্টার পর শ্রমিক আবু হাসানকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে ঘটনার ৭ ঘণ্টা পর নির্মাণ শ্রমিক আবু হাসানকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ভাল আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন