শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পীরগঞ্জে চালকের গলাকাটা লাশ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি আমবাগান থেকে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হুমায়ুন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ। গত রোববার সকালে উপজেলার চাপোর এলাকায় একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। নিহত বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। এদিকে নিহতের পরিবারের দাবি স্থানীয় উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন বদরুলকে। পুলিশ জানায়, শনিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তবে তাকে খুন করে লাশ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশ।
বিষয়টি নিয়ে চলছে তদন্ত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন