নীলফামারীর রামগঞ্জ বাজারে রাহিতোন মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার ভোর ৬টার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাটে এ ঘটনা ঘটে। পরে নীলফামারীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, জহুরুল মোবাইল ও টেলিকম, রাসেল কম্পিউটার, আছুরউদ্দি কাল্টু, মোল্লা হোটেল, বারেকের পান দোকান, তাপস ঠাকুর টেইলাস, আয়নুল কসমেটিকস, সত্যেন কাপড়ের গোডাউন, মমিনুর ইসলামের মুদি, নয়নের সারের ও কীটনায়ক দোকান, মিজানুর রহমানের কনফেকশনারি, আব্দুস ছালামের অফিস ঘর। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলায় রামগঞ্জ বাজারের কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন