শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেটে চেয়ারম্যান প্রার্থীসহ ১০৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী চার চেয়ারম্যান পদপ্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। অ্যাডভোকেট লুৎফুর রহমান পেয়েছেন আনারস প্রতীক, অধ্যাপক এনামুল হক সরদার কাপ-পিরিচ প্রতীক, জিয়াউদ্দিন আহমদ লালা ঘোড়া প্রতীক এবং মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থী, ১০৫ সদস্য প্রার্থী এবং ২৮ নারী সদস্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন