শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নারায়ণগঞ্জে এক জনের মৃত্যুদ-

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৫:২৩ পিএম

১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় নবী হোসেন নামে একজনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন। এসময় মামলার আসামী পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত মো. নবী হোসেন আড়াইহাজার বাসিন্দা। ভাড়া থাকতো সাদিপুরে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০১০ সালের ১ জানুয়ারী ভোরে সোনারগাঁয়ে সাদিপুর এলাকায় কিশোরী বাড়িতে তাকে একা পেয়ে কিশোরীকে ধর্ষণের পর গলায় রুমাল প্যাচিয়ে হত্যা করে প্রতিবেশী নবীর হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ওই বছরের ২৮ মার্চ আদালতে মামলার অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। ঘটনার চারদিন আড়াইহাজার থেকে নবীরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে জামিনে বেড়িয়ে পলাতন হয়ে যান। মামলাটিতে পুলিশ, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য শেষে আদালত আসামি নবীর হোসেনকে মৃত্যু দ-ের আদেশ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন