রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনাইমুড়ীতে মাদরাসা শিক্ষককে বহালের দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদরাসা শিক্ষককে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। গত বৃহস্পতিবার সোনাইমুড়ী পৌরসভার কাঁঠালি ইসলামিয়া দাখিল মাদরাসায় শ্রেণি শিক্ষক মো. নুরুল ইসলাম নাহিদকে তার পদে বহাল রাখার দাবিতে মাদরাসাটির শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষক নুরুল ইসলামকে তার পদে বহাল না রাখলে পরবর্তী শ্রেণি কার্যক্রম বন্ধ ও পরীক্ষা বর্জনের হুমকি প্রদান করেন। জানা যায়, শিক্ষক নুরুল ইসলাম নাহিদ গত ২০১৬ সাল থেকে অত্র মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন। গত বছর প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক রেখে বাকিদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন মাদরাসা ম্যানেজিং কমিটি। এর মধ্যে শিক্ষক নুরুল ইসলাম নাহিদের নামও আসে ছাঁটাইয়ের তালিকায়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায় দীর্ঘদিন থেকেই এই শিক্ষক সুনামের সাথে পাঠদান করে আসছে। হঠাৎ কমিটির সদস্যরা মেধাবী এ শিক্ষককে মাদরাসা থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হবে। তাই তাকে বহাল রাখার দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন