শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভূজপুরে জামিয়া আবু বক্কর (রা.) মাদরাসা ভবন উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ভূজপুর
জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসার নবনির্মিত শিক্ষা ভবন উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এ মাদরাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতি হাফেজ মিজানুর রহমান ইসলামাবাদী। এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব।
প্রধান আলোচক ছিলেন, ভূজপুর জামিয়া ইসলামিয়া (কাজিরহাট) মাদরাসার সদরে মুহতামিম আল্লামা শাহ্ জালাল আহমদ। বিশেষ আলোচক ছিলেন, মাওলানা সলিম উদ্দিন দৌলতপুরী।
শিক্ষা পরিচালক মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ির প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আলম নুরী, ইসলামী ব্যাংক ভূজপুর শাখার ব্যবস্থাপক তানভির হোসেন, মাওলানা দিদারুদল আলম, হাফেজ মো. সেলিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন