শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মিছিলে মিছিলে উত্তাল রংপুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১০:৫১ এএম | আপডেট : ১০:৫৩ এএম, ২৯ অক্টোবর, ২০২২

রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে বিএনপির বিভাগীয় জনসমাবেশকে ঘিরে মিছিলে উত্তাল

রংপুর মহানগরের সড়কগুলো।
সকাল ১০ টার মধ্যেই গনসমাবেশ স্থল লোকে
লোকারন্যে পরিণত হয়েছে।
উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দক্ষিণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষে
ভরে গেছে রংপুর।
আয়োজকরা জানিয়েছেন, আগের রাতে সভাস্থলে বহু মানুষ মাঠেই রাত্রী যাপন করেছেন। শনিবার সকাল থেকেই মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে কালেক্টরেট ঈদগাহ ময়দানের দিকে দলেদলে মানুষ আসতে শুরু করে।
সকাল ১০ টা নাগাদ পুরো ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে। মিছিলকারীরা, আমর সবাই জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোমা।
খালেদা জিয়ার ভয় নাই, মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি ইত্যাদি স্লোগানে উত্তাল করে তুলেছে মহানগরীর সড়কগুলো।
উল্লেখ্য জ্বালানী তেল সহ দ্রব্যমুল্যের উর্ধগতি,
বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আজ শনিবার এই জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি
আয়োজকদের ধারনা, নানামুখি প্রতিবন্ধকতা সত্বেও জনসমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন