চট্টগ্রামের পটিয়ায় সুফি দর্শন গবেষণা পরিষদের উদ্যোগে আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী ও মাওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ১১দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স গত ২৭ অক্টোবর পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরিফ বাইতুজ্জাকেরিন শাহী ময়দানে শুরু হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গাউছুল আজম দস্তগীর কনফারেন্সের উদ্বোধন করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন শাহ্ সুফি মাওলানা আবুল মকছুম মো. ফরমান উল্লাহ্ সুলতানপুরী। দারবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরীর সভাপতিত্বে মাহফিলে তকরিন পেশ করেন মাওলানা মীর মো. মহিউদ্দিন নুরী সিদ্দিকী, মাওলানা হাফেজ আহম্মদ আল কাদেরী, মাওলানা ফয়েজুর রহমান, মাওলানা হাফেজ মো. ফারুক, মাওলানা জয়নুল আবেদীন নয়ন।
মো. ইয়াছিন ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আবদুল খালেক চেয়ারম্যান, ফজল আহম্মদ সওদাগর, আবু তৈয়ব, আলহাজ নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আমান উল্লাহ্ আমিরী, সরোয়ার উদ্দিন, কামাল উদ্দিন পারভেজ, কানুন উদ্দিন, আবু নোমান, হারুনুর রশিদ, ফরমান চৌধুরী, আবদুল মান্নান, ইঞ্জি. মো. ফারুক, মাইনুর রহমান আসিফ, সাকিব উদ্দিন, জিয় উদ্দিন এরশাদ ও জহিরুল ইসলাম জিসান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন