বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলেজছাত্রীর ওপর হামলার প্রতিবাদ গফরগাঁয়ে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলার গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে কলেজে আসার পথে ক্ষুরের আঘাতে ক্ষতবিক্ষত করার প্রতিবাদে আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও মহিলা কলেজ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী। গতকাল সোমবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে খান বাহাদুর ইসমাইল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, গফরগাঁও মহিলা কলেজের ছাত্রী (জান্নাত) কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে কলেজে আসার পথে শিলাসী এলাকায় মহিলা কলেজের সামনে অটো-রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে বখাটে মো. জাহিদ ও তার সহযোগীরা ধারালো ক্ষুর (ছুড়ি) দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে তিনটি আঘাত করে ক্ষতবিক্ষত করে। দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে বখাটে জাহিদ দৌড়ে পালিয়ে যায়। কলেজ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১০নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে জাহিদসহ তার ৪ সহযোগীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে গফরগাঁও থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত শফিকুল ও রাকিবকে পুলিশ আটক করে গত রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। মূল আসামি বখাটে মো. জাহিদ এখনও পলাতক রয়েছে। মামলার প্রেক্ষিতে মূল আসামি বখাটে জাহিদকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষাথী ও বিভিন্ন সংঘঠনের কর্মীরা বক্তব্য রাখেন। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মূল আসামি জাহিদকে গ্রেফতারে র‌্যাব, পিবিআই, গোয়েন্দা শাখা ও পুলিশ যৌথ ভাবে কাজ করছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন