শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ২:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করলেও ক্ষতির পরিমাণ ত্রিশ লক্ষাধিক বলে জানিয়েছে ফায়ারসার্ভিস।

মঙ্গলবার ( ১ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে টানা দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ের বনফুল হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর পাশের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো, শাওন মেশিনারী, সততা মিলস এন্ড মেশিনারী, আর,এম ট্রেডাস, শামীম ষ্টোর অহন মটরস বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তা ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিদুৎ এর সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন