শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের প্রথম একক নাটক

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে নাট্যদল ‘ঢাকা প্রসেনিয়াম থিয়েটার’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হল মঞ্চে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে দলটির প্রথম প্রযোজনা মুক্তিযুদ্ধের স্বপ্ন ও তার বাস্তবতার আখ্যানভিত্তিক একক নাটক ‘আমি রফিক বলছি’।  নাটকটি লিখেছেন আমাদের মানিক রায় চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি গাজী ফারুক। এতে একক অভিনয় করেছেন মঞ্চ অভিনেতা মঞ্চদাস রফিক নটবর। উল্লেখ্য এটি, পুরুষ অভিনেতার অভিনীত বাংলাদেশের প্রথম নিয়মিত একক নাটক। এর আগেও তিন জন শিল্পীর একক অভিনয় হয়েছে তবে তা ছিল অনিয়মিত। নাটকটির প্রযোজনা অধিকর্তা লায়ন ভূঁইয়া মুহাম্মদ রাশেদ। আলোক সম্পাত সুজন মাহাবুব, সেট ডিজাইনে এহসান মাসুম, সঙ্গীতায়োজনে আকাশ মল্লিক ও এ এইচ জীবন এবং প্রচার ও প্রকাশনা জাহাঙ্গীর কবির স্বপন। কোরাস দলে রয়েছে শফিকুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির স্বপন, প্রদীপ দে, নাদিম ও মম আক্তার লাকী। আজ মঞ্চায়ন হবে নাটকটির  দ্বিতীয় শো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন