শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বামনায় জমি বিরোধে দিনমজুর খুন : গ্রেফতার ১

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বরগুনার বামনায় জমিজমা বিরোধের জের ধরে এক দিনমজুরকে খুন করা হয়েছে। তিনি হলেন উপজেলার ৩নং রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামের মৃত সের আলীর পুত্র মো. ইউসুফ আলী (৫২। নিহত ইউসুফের স্ত্রী নাসিমা বেগম বামনা থানায় বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে গত সোমবার রাতে বামনা থানা পুলিশ আসামি খলিল ফরাজীকে গ্রেফতার করে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইউসুফদের সাথে একই বাড়ির সলেমানদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ নিরোসনের জন্য গত সোমবার স্থানীয় সালিশ মো. দুলাল চৌধুরী, মো. মতি জোমাদ্দার, মো. হাফিজুর রহমান চানু, মো. মাসুম বিল্লাহ, মো. পান্না দফাদার তাদের বাড়িতে যান এবং জমিজমা ভাগভাটোয়ারা ও মাপঝোপ করে বিকাল পাঁচটার দিকে সালিশগণ চলে আসেন। তাদের আসার পরে উভয় পক্ষ ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে সলেমানের পুত্র রাহাত ঘর থেকে ধারালো বগি দা নিয়ে এসে চাচা ইউসুফ এর মাথায় কোপ দেয়। এতে চাচা ইউসুফ গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞানহীন হয়ে পরলে পরিবারের লোকজন তাকে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বামনা থানার ওসি মো. বশির আলম জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন