পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পিটিআই। আজ শুক্রবার এ ঘোষণা দেন পিটিআই নেতা আসাদ উমর। খবর জিও নিউজ ও দ্য ডনের।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে এক সমাবেশে ইমরান খানের ওপর এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসকদের বরাতে আলজাজিরা জানায়, এ হামলায় ইমরানসহ ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া এক পিটিআই কর্মী নিহত হয়েছেন।
আসাদ উমর বলেন, ‘আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা চলবে ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত।’
ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে পিটিআই। আজ শুক্রবার ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচির। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়িবহরের সামনে ছিলেন ইমরান।
এ ছাড়া ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বাহাওয়ালপুরের আইনজীবীরাও ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।
এর আগে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশনের বরাতে দ্য ডন জানায়, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ আবার শুরু হবে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে এটি শুরু হওয়ার কথা ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন