রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ জন পরিবহন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি বলেন, বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম- মো. খোকন (৩৪), মো. আলমগীর (৩৫), পরান দেওয়ান (৩৩) ও মো. সারোয়ার হোসেন লিংকন (৩৩)। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি কাঠের লাঠি ও আদায়কৃত চাঁদা নগদ- ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন ওসমানী উদ্যান এলাকা ও কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মো. সিজান (২৩), মো. রিপন (২২) ও মো. ইব্রাহিম (২১)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু, ২টি মোবাইল ফোন ও ২ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের এই কর্মকর্তা জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করত এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন