মাদারীপুরের কালকিনিতে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। এ ছাড়া সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে ২ শিশু ও গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, নানা বাড়ি বেড়াতে এসে মাদারীপুরের কালকিনিতে পুকুরে ডুবে মো. হোজাই আলম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোজাই আলম একই এলাকার ভবানীপুর গ্রামের আবুল কালামের নাতি এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আসনাবাদ গ্রামের আসিকুর জামানের ছেলে। নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত শিশু তার মা সুমাইয়া বেগমের সাথে বেশ কয়েকদিন আগে নানা বাড়ি বেড়াতে আসেন। কিন্তু শিশু হোজাই আলম পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।
শাল্লা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে আনোয়ার হোসেনের বাড়ির সামনে পানিতে ডুবে তারা মারা যায়। ২ শিশু ওই গ্রামের আনোয়ার হোসেনের ৬ বছরের ছেলে ইউসুফ ও পাশের সুরমা গ্রামের শাহানুর মিয়ার ৭ বছরের ছেলে বিন ইয়ামিন। তারা একে অপরের খালাতো ভাই। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকালে ইউসুফ ও বিন ইয়ামিন বাড়ির সামনের মাঠে খেলা করছিলো। একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে শিশু দুইজন বাড়ির সামনে পানি ভরা গর্তে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় মৃত অবস্থায় উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল আছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে জামিল মিয়া নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে। জামিল মিয়া ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে শিশু জামিল মিয়ার মা আজফুল বেগম বাড়ির আঙ্গিনায় ওই শিশুকে রেখে গৃহের কাজ করছিল। এসময় সবার অজান্তে শিশুটি হামাগুড়ি দিতে দিতে বসতবাড়ির পূর্ব পাশে প্রতিবেশি মাসুদ মিয়ার পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু জামিলকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে জামিল মিয়াকে ভাসতে দেখে এক প্রতিবেশি চিৎকার করলে স্বজনরা মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করেন। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পুকুরে ডুবে জামিল মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন