শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। তাছাড়া গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে হঠাৎ অজ্ঞাত স্থান থেকে ছুটে এসে রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে সেখানেই তাকে কামড়ে দিয়েছে। এভাবে লোকজনকে কামড়ে পাগলা কুকুরটি পূর্ব দিকে ছুটে যায়। কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন, জান্নাতুল পুস্পা ( ৫), নেপাল (৪৫), আমান উল্লাহ (১৭), হাসান উল্লাহ (১৭), মাসুদুর (১৩), ফয়েজ (১৯), হাসান (৩৫), সিহাব (১০), ডেইজি আক্তার (৩৮), উত্তম আলী (৫২) ও আবিদ (৮)। উপরোক্ত চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রত্যেকের বাড়ি মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নের। এই ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা রেশমি চাকমা জানান, গত দুই দিনে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন কুকুর কামড়ে আহত রোগটি আসছে, তার মধ্যে আমাদের সম্ভভমতে চিকিৎসা দিয়েছি কয়েকজনকে। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালো পাঠানো হয় ।তবে এলাকাবাসীর দাবি পৌরসভার পক্ষ হতেসহ ইউপি চেয়ারম্যান প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন