শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নওগাঁয় মানুষের মাথার খুলি উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবজর্নার সাথে মানুষের মাথার খুলি পাওয়া গেছে। গত সোমবার সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পাটালির মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ শহরের পাটালির মোড় এলাকায় গিয়ে মাথার খুলিটি উদ্ধার করেছেন। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী খাইরুল জানান, প্রতিদিনের মত সোমবার সকালে পাটালির মোড়ের একটি ড্রেন পরিস্কারের কাজ করছিলাম। এসময় আবজর্নার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মাথার খুলিটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফায়সাল বিন আহসান বলেন, উদ্ধারকৃত মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মাথার খুলির ডিএনএ পরীক্ষা করে খুলিটি সনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাথার খুলিটি ময়না তদন্তের রিপোর্টের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ সম্পন্ন হলে সাম্পল সংগ্রহ করে মাথার খুলিটি দাফন করা হবে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন