শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অফিস ক্রিসমাস পার্টি

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জশ গর্ডন এবং উইল স্পেক পরিচালিত কমেডি ফিল্ম ‘অফিস ক্রিসমাস পার্টি’। গর্ডন ও স্পেক যৌথভাবে ‘দ্য সুইচ’ (২০১০) ‘বেøডস অফ গেøারি’ (২০০৭) চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন। এছাড়া তারা দুজন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টিভি সিরিজের পর্ব নির্মাণ করেছেন।
ক্লে (টি. জে. মিলার) শিকাগোতে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার। তাকে নিয়ে সমস্যার অভাব নেই। দায়িত্বজ্ঞানের বেশ অভাব আছে তার। কঠিন পার্টিবাজ সে। সামনে আসছে বড় দিন। আর এই উৎসবের দিনকে কেন্দ্র করেই সে বিশাল এক অফিস পার্টির আয়োজন করে। তবে এর পেছনে তার একটি উদ্দেশ্য আছে বলেই সে সবাইকে জানিয়েছে। এদিকে শাখার অবস্থা দেখে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ক্লে’র বোন ক্যারল ভ্যানস্টোন (জেনিফার অ্যানিস্টন) হুমকি দিয়েছে শাখাটি বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি পার্টির আয়োজন চলতে থাকে। ক্যারল শাখা পরিদর্শনে এসে বিষয়টি জানতে পারে। সে সঙ্গে সঙ্গে ভাইয়ের এই কাÐজ্ঞানহীন খেয়াল বাদ দিয়ে পার্টি বাতিলের ঘোষণা দেয়। সামনাসামনি ক্লে রাজি হলেও শাখার সবাইকে সে আশ্বস্ত করে পার্টি চলবে। তার শাখার কর্মীদের মধ্যে মেরি (কেইট ম্যাকিনন), ট্রেসি (অলিভিয়া মান) এবং তার শাখার চিফ টেকনিকাল অফিসার জশও (জেসন বেইটম্যান) অফিস পার্টির পক্ষে। অবশেষে সেই দিনটি এসে যায়। পার্টি শুরু হয়। প্রথম দিকটা হয়তো ঠিকই ছিল। কিন্তু এক সময় সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিখরচায় পানীয় পাবার আশায় সারা শহরের পার্টিবাজরা এসে হাজির হয় ক্লে’র আয়োজন করা পার্টিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন