সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে মৃত্যু হয়। মারা যাওয়া ওই বৃদ্ধ রাজাপুর গ্রামে মৃত কান্টু সরকারের ছেলে দুলাল সরকার (৬৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের সাইদুর রহমানের সাথে দুলাল সরকারে পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। গত ২৬ অক্টোবর দুপুরে মেয়েলি ঘটনাকে ইস্যু করে দুলাল সরকারের ওপর সাইদুরসহ তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আহত অবস্থায় দুলালকে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা হাসাপতালে নিয়ে যায়। ১৬ দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, হামলার কারণেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এ বিষয়ে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান বলেন, হামলার ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন