শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৪ পরীক্ষার্থীসহ ৩ শিক্ষক বহিষ্কার

পরীক্ষা কেন্দ্রে মোবাইল

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় চার পরীক্ষার্থীসহ ৩ শিক্ষককে বহিস্কার করেছে কেন্দ্র সচিব। গত বৃহস্পতিবার বিকালে সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সাথে মোবাইল ফোন থাকায় ৩ কক্ষ পরিদর্শকসহ ৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। বহিস্কৃত কক্ষ পরিদর্শক হলেন, কেসি টেকনিক্যাল কলেজের প্রভাষক নাসির উদ্দিন, ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক আফজাল হোসেন, পত্তাশী জনকল্যান কলেজের প্রভাষক ফারুক হোসেন। বহিস্কৃতপরীক্ষার্থীরা হল পত্তাশী জনকল্যাণ কলেজের তিনজন ও কেসি টেকনিক্যাল কলেজের একজন।
ইন্দুরকানী এইচএসসি বিএম কেন্দ্রের কেন্দ্র সচিব কিরণ চন্দ্র বৈরাগী জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখার অপরাধে চার পরীক্ষার্থীকে বহিস্কার ও তিন প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন